পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে র‌ Rab’র কাছে লিখিত অভিযোগ

সম্পত্তি ফিরে পেতে দিনমজুর হুমায়ুন কবির স্থানীয় প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করেছেন।

দিনমজুর হুমায়ুন কবিরের দেয়া লিখিত আবেদনে জানা গেছে, ওই গ্রামের আব্দুল খালেক সরদারের পুত্র হুমায়ুন কবিরের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের মোহাম্মদ সরদারের পুত্র মনজুরুল ইসলাম সরদার ও সেন্টু সরদার গংদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরজের ধরে সম্প্রতি প্রতিপক্ষের লোকজনে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে হুমায়ুন কবির গংদের সাড়ে ৩১ শতক জমি দখল করে নেয়। এ ঘটনায় হুমায়ুন কবির স্থানীয় ভাবে সালিশ বৈঠকের আয়োজন করেন। সালিশগন কাগজপত্র পর্যালোচনা করে অবৈধ দখলদার দেলোয়ার সরদার গংদের দখল ছাড়ার নির্দেশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে হুমায়ুন কবিরের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলায় হুমায়ুনের স্ত্রী ও পুত্র আহত হয়। আবেদনে আরো উল্লেখ রয়েছে, দেলোয়ারের পক্ষ অবলম্বন করে স্থানীয় আইয়ুব আলী হাওলাদার ও দেলোয়ার সরদার প্রকাশ্যে হুমায়ুনের পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। হুমায়ুন এর প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। অবৈধ দখলদারদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে অসহায় দিনমজুর হুমায়ুন কবির গত ১৮ আগস্ট বরিশাল  RAB-৮’এর অধিনায়কের বরাবরে লিখিত আবেদন করেছেন।