সমাজচ্যুত বিএনপির সভাপতির বিরুদ্ধে ভাই-বোনদের সংবাদ সম্মেলন

করার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে সামজচ্যুত বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার ভাই ও বোনেরা। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি রেখে শষ্যাশয়ী বিএনপি নেতার বৃদ্ধা মা বরু বিবি (৯০) বলেন, তার মৃত্যুর পরে লতিফ মোল্লা যেন তার জানাজায় অংশগ্রহন না করেন।

গতকাল শনিবার বিকেলে গৈলা ইউনিয়নের কালুপাড়াস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ৩৭ পৃষ্টার লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতার ছোট ভাই সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আব্দুর রাজ্জাক মোল্লা। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তাদের বড়ভাই আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লা তাদের পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্পত্তি থেকে তাদের ভাই-বোনদের বঞ্চিত করার জন্য মাঠ জড়িপে গর্ভধারিণী মায়ের নাম পরিবর্তন করতেও তিনি দ্বিধাবোধ করেননি। এছাড়াও তিনি (লতিফ মোল্লা) স্থানীয় সেটেলমেন্ট অফিসে তার মা মারা যাওয়ার কথা বলে মাঠপর্চা বের করেছেন। অপরদিকে বিএনপি নেতা লতিফ মোল্লা কৌশলে তার পুত্র হারুন-অর রশিদ মোল্লাকে বাদি বানিয়ে ভাই, বোন, বোনজামাতা, ভাগ্নে এমনকি এলাকার নিরিহ লোকজনদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে হয়রানি করে আসছে। যার অসংখ্য প্রমানাদি সংবাদ সম্মেলনে পেশ করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল লতিফ মোল্লার মেঝভাই ঢাকা এজিবি অফিসে কর্মরত আব্দুল মজিদ মোল্লা, বোন রাবেয়া বেগম, বকুল বেগম, রহিমা বেগম ও মঞ্জু বেগম।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আব্দুল লতিফ মোল্লার ২ ভাই ও ৪ বোন মহান সৃষ্টি কর্তার কাছে ফরিয়াদ জানিয়ে বলেন, ‘‘হে খোদা তুমি আমাদের জুলুমবাজ বড় ভাইয়ের হাত থেকে রক্ষা কর’’। সংবাদ সম্মেলনে মোল্লা বংশের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।