গৌরনদীতে আওয়ামীলীগের দু’গ্রুপ

মুখোমুখি ॥ এলাকায় উত্তেজনা

হাট-বাজার ইজারা নিয়ে আওয়ামীলীগ ও যুবলীগের দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনার পর বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন। গতকাল বৃহস্পতিবার পৃথক ভাবে আওয়ামীলীগের দু’গ্র“প মটর সাইকেল মহড়া দিয়ে মুখোমুখি অবস্থান নেয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌরনদী উপজেলার ২২ টি হাট-বাজার ইজারা গুছ (সমঝোতা) কমিটির সিদ্ধান্ত অমান্য করে ভূরঘাটা হাটের জন্য রেজাউল করিম সরদারের নামে একটি দরপত্র বুধবার ইউএনও অফিসে দাখিল করেন যুবলীগ নেতা মাহাবুব আলম কুট্টি। এ নিয়ে কুট্টির সাথে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ শাহ আলম খানের বাক বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে বুধবার বিকেলে উপজেলা চত্বরে আওয়ামীলীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় গ্র“পের ১০জন নেতা-কর্মী আহত হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ হারুন হাওলাদার ওইদিন (বুধবার) সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে গেলে চেয়ারম্যানের সমর্থকদের হাতে তিনি লাঞ্ছিত হন। এরপর উভয় গ্র“প শক্তি পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার হারুন হাওলাদারের সমর্থকরা টরকী বন্দরে ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা গৌরনদী বন্দরে মটরসাইকেল মহড়া দেয়। গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম জানান, বুধবারের অপ্রীতিকর ঘটনায় এখানো কেউ মামলা দায়ের করেননি।