অর্নাস দ্বিতীয় বর্ষের ফরম পুরনে অতিরিক্ত ফি আদায় – গৌরনদী কলেজে বিক্ষোভ মিছিল ও ভাংচুর

সকালে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও কলেজের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করেছে।

সরকারি গৌরনদী কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র জয় আহম্মেদ, নাসির হোসেন, ইমরান হোসেন, সৈয়দা রুনা আক্তারসহ একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, ২০০৯ সালে ২ অক্টোবর অর্নাস দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরন শুরু হয়। আগামী ৭ অক্টোবর ফরম পূরনের শেষ সময় নির্ধারন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মানুযায়ী এ ফরম পূরনের জন্য ১ হাজর ৭’শ টাকা নির্ধারন করা হয়। কলেজ কর্তৃপক্ষ এ ফরম পূরনের জন্য বিবিএস ও বিএ অর্নাস বিভাগে ২ হাজার ৭’শ ৫৫ টাকা আদায় করেন। তারা আরো অভিযোগ করেন, ফরম পূরনের সময় তাদের কাছ থেকে সেমিনার ফি বাবদ ৩’শ টাকা গ্রহন করা হলেও জমা রশিদে ১’শ টাকা উল্লেখ করা হয়। এ ছাড়া টিউটোরিয়াল ফি বাবদ ১৫০ টাকা আদায় করলেও ৫০ টাকার জমা রশিদ দেয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ অধিকহারে ব্যবহারিক পরীক্ষার ফি, সেমিনার ফি আদায় করে থাকেন। শিক্ষার্থী জানে আলম বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার কলেজ কর্তৃপক্ষের সাথে আলাপ করা হয়। কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকায় সাধারন শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে।

Gournadi College

গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় শিক্ষার্থীরা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শেখ মোঃ মোক্তার আলীর অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করে অর্নাস ফ্যাকালটি বিভাগে হামলা চালায়। এ সময় কলেজের দরজা, জানলাসহ আসবাবপত্র ব্যাপক ভাংচুর করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ ও উপ-অধ্যক্ষ কুতুব উদ্দিন আইবেক বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের সাথে আলাপকরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শেখ মোঃ মোক্তার আলী অভিযোগ অস্বীকার করেন। অভিযোগের ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নীতিমালা অনুযায়ী পরীক্ষার ফি আদায় করা হয়েছে। অভিযোগের কোন সত্যতা নেই।