আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে ভোটাররা রয়েছেন হুমকির মুখে

এক গ্রুপ অপর গ্রুপের সমর্থকদের হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে জানা গেছে, শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে মোস্তাফিজুর রহমান-অজিত সমদ্দার এবং সোহরাব হোসেন-নবীন বৈদ্য গ্রুপের শিক্ষকরা দু’টি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এ নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষকরা নানাধরণের হুমকির সম্মুখীন হচ্ছেন বলে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, একটি প্যানেল স্কুলে এসে ভোট চাওয়ার পরে অপর প্যানেল থেকে এসে হুমকি দেয়া হচ্ছে প্রতিপক্ষ প্যানেলকে ভোট না দেয়ার জন্য। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকে আবার হুমকির কারণে ভোট দিতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন। উপজেলার ৯৫টি স্কুলের প্রায় ৩২০জন শিক্ষক ৮বছর পর আজ শুক্রবার আগৈলঝাড়া বিএইচপি একাডেমী কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।