কীর্তনখোলা লঞ্চ ভাসান চরে – হিজলায় ৩ গ্রাম প্লাবিত

বিপর্যস্ত হয়ে পড়েছে। বরিশাল নগরীসহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীন রুটে চলাচলকারী ৬৫ ফুটের নিচের সকল ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ওয়াপদা বেড়িবাধের দুটি পয়েন্ট ভেঙে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এ কারনে বাউশিয়া, বাহেরচর ও লক্ষীপুর গ্রামের প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে।  মুলাদী উপজেলায়ও পানিবন্দি হয়ে আছে হাজার হাজার পরিবার। বরিশালের বিভিন্ন উপজেলার বিচ্ছিন্ন চরগুলো ৪/৫ ফুট পানিরে নিচে তলিয়ে গেছে। অপরদিকে বৃহস্পতিবার রাত ২টার দিকে পানির স্রোতের কারনে ভাসানচর এলাকার ডুবো চরে কীর্তনখোলা লঞ্চ উঠে গেছে। ফলে ওই লঞ্চের যাত্রীদের চরম দুভোর্গে পড়তে হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত গতকাল শুক্রবার বিকেল ৫ টা লঞ্চটি চরেই আটকা রয়েছে।