শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

অবৈধ পন্থায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষার্থী, অভিভাবকরা ও এলাকাবাসি।

ওইদিন সকাল দশটায় বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুলের ফটকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র অভিভাবক রমনী কান্ত সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হান্নান মোল্লা, পরেশ রায়, সাবিনা ইয়াসমিন, সাবেক সদস্য নিত্যানন্দ মজুমদার, অভিভাবক লিটন তালুকদার, বিপুল দাস, গোলাম নবী, রফিক তালুকদার, পেয়ারা ফারুক বকতিয়ার প্রমুখ।

বক্তারা বলেন, ভেগাই হালদার পাবলিক একাডেমী (বিএইচপি)’র বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী স্ব-পদ থেকে অব্যাহতি না দিয়ে নিজেই প্রধান শিক্ষকের পদে আবেদন করেন। যা নিয়মবর্হিভূত। এছাড়াও ম্যানেজিং কমিটির কতিপয় সদস্যকে ম্যানেজ করে অবৈধ পন্থায় তিনি সহকারি শিক্ষক নিয়োগসহ নিজেই প্রধান শিক্ষক হওয়ার পায়তারা করছেন। এ অবৈধ পন্থার নিয়োগ বানিজ্য বন্ধ করা না হলে বক্তারা কঠোর আন্দোলনের হুমকি দেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া বিধিমোতাবেকই হচ্ছে।
Agailjhara Teacher