গৌরনদীর কালনা প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

যতদূর বুঝি, ভর্তি বলতে তখন অভিভাবক ব্যক্তিগত ভাবে সাথে নিয়ে এসে শিক্ষকদের অনুরোধ করতেন। নিদিষ্ট দিন থেকে বৈধ ছাত্র হিসেবে নিয়মিত হাজিরা দিয়ে আমার ছাত্র জীবন শুরু হয়। প্রাক্তন ছাত্রী ও বর্তমানে ওই স্কুলের প্রধান শিক্ষিকা মাহফুজা আফরোজ বলেন, যে বিদ্যাপিঠ দিয়ে আমার প্রথম শিক্ষা জীবন শুরু, সেই বিদ্যালেরই আমি এখন প্রধান শিক্ষিক। এ বিদ্যালয়ের জন্য রয়েছে আমার গভীর শ্রদ্ধা ও ভালবাসা। বয়সে এরা প্রবীণ হলেও সকলের মধ্যে ছিলো তারুন্যের ভাব। দীর্ঘদিন পর একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে পরেন।

শত বছর পূর্তি অনুষ্ঠানে গতকাল শনিবার সকাল থেকেই স্কুল মাঠে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে দিনভর উৎসবের আমেজ বয়ে যায়। এ উপলক্ষে শতবর্ষ উদ্যাপন কমিটি আয়োজন করেছিলেন জমকালো অনুষ্ঠান। সকালে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে স্কুল মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। উদযাপন কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র সিরাজুল হক আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম, নলচিড়া ইউনিয়নের চেয়াম্যান ও প্রাক্তন ছাত্র সেকান্দার আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান জি.এম হারুন মৃধা, সাবেক পৌর কমিশনার সিরাজ মাতুব্বর, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, আকবর হোসেন ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক ও প্রাক্তন ছাত্র হারিছুর রহমান হারিছ, জামাল খন্দকার, খোকন মল্লিক, এডভোকেট সাহিদা হারুন প্রমুখ। আলোচনা সভা শেষে অত্র স্কুলের চারজন প্রাক্তন ছাত্র ও বীর মুক্তিযোদ্ধার মরোনত্তর পদক প্রদান করা হয়। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকি কুপনের ড্র অনুষ্ঠিত হয়। শতবর্ষ উপলক্ষে সারাদেশ থেকে আগত ওই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক মিলন মেলায় পরিনত হয়।