বাসের চাকায় পৃষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত – অবরোধ – বাস ভাংচুর

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এসময় বিক্ষুব্ধরা অপর একটি যাত্রীবাহি বাস ভাংচুর করে। প্রায় আধাঘন্টাপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা নামক এলাকায়।

বিক্ষুব্ধ এলাকাবাসি ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর মেধাবী ছাত্র ও সুন্দরদী গ্রামের খলিল মোল্লার পুত্র মিলন মোল্লা (১৪)। টরকী বন্দরস্থ বন্ধুর বাড়ি থেকে মিলন মঙ্গলবার রাত নয়টার দিকে বাইসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মহাসড়কের নীলখোলা নামকস্থানে পৌঁছলে ভূরঘাটা থেকে বরিশালগামী যাত্রীবাহি লোকালবাস উজ্জল পরিবহন (ঢাকা মেট্রো-ব-৮৬) বেপরোয়াগতিতে যাওয়ার সময় বাইসাইকেল আরোহী মিলনকে চাঁপা দিয়েই দ্রুত সটকে পরে। এতে ঘটনাস্থলেই মিলন নিহত হয়। এলাকাবাসি ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভে ফেঁটে পরেন। তারা মহাসড়কের নীলখোলা নামকস্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় বিক্ষুব্ধরা বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহি লোকালবাস রিংকু পরিবহনের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
 
খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজ্জামেল হোসেন সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পুলিশ নিহত স্কুল ছাত্র মিলনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার সকালে বরিশাল মর্গে প্রেরন করেছেন। হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাস চাপায় মেধাবী ছাত্র মিলন মোল্লা নিহতের ঘটনা ছড়িয়ে পরলে গতকাল বুধবার তার বিদ্যালয়সহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।