বরিশালে বহিঃস্কৃত এক যুবলীগ নেতার নামে সড়কের নামকরন!

এলাকায় অবস্থিত। এই সড়কের পূর্বের নাম ছিল মদিনা মসজিদ দ্বিতীয় গলি। বর্তমানে এর নাম করা হয়েছে আবুয়াল হোসেন সড়ক। এই সড়কের বাসিন্দারা স্বতঃস্ফুর্তভাবে এই নাম দেননি। যুবলীগ নেতা আবুয়াল হোসেন নিজেই এই নামকরন করেছেন। বিসিসি এই নাম তালিকাভুক্তও করেছে। যা সিটি কর্পোরেশনের ১৮নং সড়ক হিসেবে তালিকাভুক্ত রয়েছে। আবুয়াল হোসেন নামে এই নেতা হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী যুবলীগের বরিশাল শাখার যুগ্ম আহবায়ক। সড়কের এক বাসিন্দা সড়কের নাম পরিবর্তন করার বিসিসির মেয়রের কাছেও আবেদন করেছেন। সড়কের বাসিন্দা হুমায়ুন সরদার জানান, স্থানীয় প্রবীন শিক্ষক হাফেজ শামসুল আলম বিশ্বাস ব্যক্তিগতভাবে রাস্তাটি তৈরি করেন। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৮ সালের ১৮ নভেম্বর সড়কটি নিজ নামে তালিকাভুক্ত করেন আবুয়াল হোসেন। বিসিসির দপ্তর বিজ্ঞপ্তি স্মারক নং বিসিসি/ইডি/৩২৬/০৮ এর ১৮নং রাস্তা। এই সড়কটির দৈর্ঘ্য ৩শ’ ফুট ও প্রস্থ ৮ ফুট। সড়ক দিয়ে ১০টি বাসার প্রায় একশত বাসিন্দা চলাচল করছেন। হুমায়ুন সরদার আরো জানান, এই নাম কর্তন করে প্রবীন শিক্ষক হাফেজ শামসুল আলম বিশ্বাস’র নামে নামকরনের জন্য ২০০৯ সালের ২৮ জানুয়ারী বিসিসির মেয়রের কাছে আবেদন করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই নাম পরিবর্তনের কোন উদ্যেগ নেয়নি বিসিসি। হাফেজ শামসুল আলম বিশ্বাস প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি। তার ভাইয়ের কন্যা হালিমা খাতুন মায়া জানান, আমার চাচার নামে না হোক, অন্যকারো নামে নামকরন করা হোক। কিন্তু আবুয়াল হোসেন অরুনের মতো ভুমিদস্যু ও নানা অপকর্মে সাথে জড়িত ব্যক্তির নামে রাস্তার নামকরন হতে পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বাসিন্দা জানান, সড়কের প্রায় মধ্যে গভীর নলকূপ বসিয়েছেন নিজ বাসার পানির জন্য। এ ব্যাপারে যুবলীগ নেতা আবুয়াল হোসেন জানান, সড়কটি সংস্কারের স্কীম অনুমোদনের জন্য মেয়রের কাছে দেয়া হলে তার অনুমতিতে নাম দেয়া হয়। এলাকাবাসী আপত্তি করলে প্রত্যাহার করা হবে। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল রঞ্জন দাস জানান, এ ধরনের কোন ঘটনা ঘটেছি কিনা আমি জানি না। কোন রাস্তার নামকরন মাসিক সভায় সিদ্ধান্ত নিয়ে করা হয়। কিভাবে এই নামকরন হয়েছে অফিসে না গিয়ে বলতে পারব না। উল্লেখ্য এই যুবলীগ নেতাকে ৪ নভেম্বর দলীয় শৃংখলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বহিস্কার করেছে কেন্দ্রীয় কমিটি। উপজেলা নির্বাচনে বাকেরগঞ্জ উপজেলায় আবুয়াল হোসেন অরুন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। ছয় প্রার্থীর মধ্যে তিনি হন চতুর্থ।