জমাজমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে ৬ টি মামলা দায়ের

মামলা দায়ের করে এক দিনমজুরকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসহায় দিনমজুর মামলাবাজদের কবল থেকে রেহাই পেতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন।

ওই গ্রামের দিনমজুর অশোক বাড়ৈ অভিযোগ করেন, তার পৈত্রিক সম্পত্তি নিয়ে একই বাড়ির তরুন বাড়ৈ, নিরোধ বাড়ৈ ও ধীরেন খলিফার সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। বিরোধ মীমাংসার জন্য একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক এমনকি ইউনিয়ন কার্যালয়ে সালিশ বৈঠকের রায়কে অমান্য করে প্রতিপক্ষ প্রভাবশালী ব্যক্তিরা অশোক বাড়ৈকে হয়রানীর উদ্দেশ্যে গৌরনদী থানা, সরিকল পুলিশ তদন্ত কেন্দ্র ও বরিশাল আদালতে একে একে ৬টি মামলা দায়েরসহ একাধিক সাধারন ডায়েরী করেন। প্রতিপক্ষের দায়ের করা ৬টি মামলার ৫টি মামলায়ই অশোক বাড়ৈর পক্ষে রায় প্রদান করা হয়। সর্বশেষ ধীরেন খলিফার দায়ের করা মামলাটি বর্তমানে বরিশাল আদালতে বিচারাধীন রয়েছে। অশোক বাড়ৈ আরো অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজনে তাকে নানাধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। অব্যাহত হুমকির মুখে দিনমজুর অশোক বাড়ৈ তার পরিবার নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তিনি প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।