ডাক্তারের অবহেলায় শিক্ষকের মৃত্যু – ছাত্রদের সড়ক অবরোধ

শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাসের (৫৫) মৃত্যুর অভিযোগে গতকাল বুধবার দুপুরে বিক্ষুদ্ধ ছাত্ররা আরএমও ডাঃ দিলিপ কুমার দাসের বাসায় হামলা চালিয়ে দরজা-জানালা ভাংচুর করেছে। এ ঘটনায় শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজের সম্মুখে অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে মহাসড়কের দু’পার্শ্বে শতাধিক যানবাহন আটকা পড়ে।

বিক্ষুব্ধরা জানান, বুধবার সকালে শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় ডাঃ শাওন সরকার তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাসের অবস্থার অবনতি হলে হাসপাতালে কর্তব্যরত নার্স (সেবিকা) আর.এম.ও ডাঃ দিলিপ কুমার দাসকে দ্রুত হাসপতালে আসার অনুরোধ জানান। কিছুক্ষণ পর তিনি হাসপাতালে আসলেও শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস ততক্ষনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।  হাসপাতালে নিয়মমতো উপস্থিত না থাকা, নিজের বাসায় বসে রোগীকে প্রাইভেট চিকিৎসা দেয়ার অভিযোগে বিক্ষুব্ধ ছাত্ররা হাসপাতাল এবং ডাঃ দিলীপের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
এ প্রসঙ্গে রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সহিদুল ইসলাম বলেন, শিক্ষকের চিকিৎসা যথাযথভাবে করা হয়েছে। অবহেলার অভিযোগ সত্য নয়। তিনি দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারসহ অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। রাজৈর থানার অফিসার ইনটার্চ ওসি মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।