আজকের সেরা ছবি – শাপলা

বাগধা ও নাঘিরপাড় বিলাঞ্চলে জন্মে থাকে। ওইসব বিলের ৪ থেকে ৫ কিলোমিটার জুড়ে রয়েছে শাপলার বংশ বিস্তার। ওইসব এলাকার দারিদ্র পরিবারগুলো শাপলা বেঁচে জিবিকা নির্বাহ করে থাকেন। তাদের কাছে শাপলা জির্বিকা নির্বাহের একটি পন্থা হলেও এ বিলাঞ্চলের পাশ্ববর্তী উপজেলার ভ্রমন পিপাসুদের মধ্যে একটি সাড়া জুগিয়েছে। প্রতিনিয়ত এসব বিলের নজরকাড়া শাপলা দেখার জন্য ভীড় করছেন ভ্রমন পিপাসুরা। তেমনি ছবিতে ভ্রমন পিপাসুদের দেখা যাচ্ছে। ছবিটি গতকাল বুধবার ভোরে তোলা – খোকন আহম্মেদ হীরা।

Gournadi Shapla