আমাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করা হয়েছে – খালেদা জিয়া

করে বাড়ি ছেড়ে দিয়েছি কিন্তু তারা আমাকে জোর করেই বের করে দিয়েছে” শনিবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া এ কথা বলেন।

কান্নাজড়িত বেগম খালেদা জিয়া
খালেদা জিয়া কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, “বাড়ি থেকে উচ্ছেদ করতে গিয়ে আমার সঙ্গে যে অপমানজনক আচরন করা হয়েছে তাতে আমি অপমানিত, লাঞ্ছিত ও লজ্জিত বোধ করছি। আমি বিরোধীদলীয় নেত্রী, দেশের সাবেক প্রধানমন্ত্রী। আমার সঙ্গে এ ধরনের আচরন করতে পারলে সাধারণ মানুষের কী অবস্থা তা সহজেই অনুমেয়। আমার বেডরুমের দরজা ভেঙ্গে রীতিমতো জোর করে আমাকে আনা হয়েছে। সে সময় একজন বলেছেন, প্রয়োজন হলে কোলে করে নিয়ে আসো। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন” খালেদা জিয়া আরো বলেন, “বাড়িটি নিয়ে সরকার অহেতুক বিতর্ক সৃষ্টি করেছে। আমি আদালতে গিয়েছি। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নজিরবিহীনভাবে আমাকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। এতে মহামান্য আদালতের সম্মান, ভাবমূর্তি ও অভিপ্রায়কেই পদদলিত করা হলো” খালেদা জিয়া এ সময় সারাদেশে বিক্ষোভের সময় বিএনপির কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং গ্রেফতারের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। খালেদা জিয়া বলেন, “পুলিশ বিএনপির নারী কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে এবং সাধারণ মানুষকে গ্রেফতার করেছে। যা অন্যায়।”