গৌরনদী ও আগৈলঝাড়ার রাজনৈতিক নেতারা কে-কোথায় ঈদের নামাজ আদায় করবেন

নামাজ আদায় করবেন। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পার্বত্য শান্তি চুক্তির রুপকার ও মহান স্বাধীনতা যুদ্ধের মুজিব বাহিনীর বিভাগীয় কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ তার নিজ পিত্রালয়ের সেরালস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। অপরদিকে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার আওয়ামীলীগ সমর্থিত মহাজোটের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহ আলম খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও সম্ভ্রাব্য পৌর মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছ,  গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুুরুল ইসলাম নুর আলম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভুইয়া, বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু গৌরনদীর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া টরকী বন্দর আদর্শ জামে মসিজদে, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লা গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের ঈদগাহ মাঠে, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান নগরবাড়ী জামে মসজিদে, বরিশাল জেলা উত্তর বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম. শাহ আলম পূর্ব সূজনকাঠীস্থ ঈদগাহ মাঠে ঈদের নামজ আদায় করবেন। এছাড়াও এ দু’উপজেলার অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের নিজ নিজ এলাকার ঈদগাহ মাঠে ঈদুল আযহার নামাজ আদায় করবেন।
সূত্রে আরো জানা গেছে, ঈদের নামাজ আদায় শেষে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ দলীয় নেতা-কর্মী ও দুঃস্থ, গরীব অসহায় মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।