গৌরনদীতে বিএনপির কেন্দ্রীয় নেতাকে দু’ঘন্টা অবরুদ্ধ

বিএনপির পরাজিত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে দুটিস্থানে প্রায় দু’ঘন্টা অবরুদ্ধ করে রেখেছেন বিএনপির অপর গ্রুপের সমর্থকেরা। অবশেষে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরুদ্ধ বিএনপি নেতাকে মুক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য গতকাল শুক্রবার সকাল দশটার দিকে তার সমর্থক নেতা-কর্মীদের নিয়ে প্রাইভেটকারও মটরসাইকেলযোগে নলচিড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে উপজেলার দিয়াশুর নামকস্থানে পৌঁছলে বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সংস্কারপন্থি নেতা এম.জহির উদ্দিন স্বপনের সমর্থক নাসিরুল খলিফা ও আজিজুল সরদারের নেতৃত্বে ৪০/৫০ জন নেতা-কর্মী সোবহানসহ তার সমর্থকদের প্রায় একঘন্টা অবরুদ্ধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম মোল্লার হস্তক্ষেপে অবরুদ্ধ বিএনপি নেতাকে মুক্ত করা হয়। এ ঘটনার পর বিএনপি নেতা তার সমর্থকদের নিয়ে পূর্ণরায় নলচিড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে পিঙ্গলাকাঠী বাজারে পৌঁছলে বিএনপির কেন্দ্রীয় কমিটির অপর সদস্য, বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সমর্থক ও নলচিড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আকবর হোসেনের নেতৃত্বে ৩০/৪০ জনে পূর্ণরায় সোবহান ও তার সমর্থকদের অবরুদ্ধ করে গালিগালাজ শুরু করেন। সেখানে (পিঙ্গলাকাঠী বাজারে) পূর্ণরায় সোবহান ও তার সমর্থকদের প্রায় একঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফের নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগ নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুস সোবহান ও তার সমর্থকদের অবরুদ্ধর হাত থেকে মুক্ত করেন।
এ ব্যাপারে নলচিড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আকবর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তিনি নিজেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি দাবি করলেও কোন আন্দোলন সংগ্রামে তাকে এখানে পাওয়া যায়নি। তিনি বসন্তের কোকিলের মতো মাঝে মধ্যে গৌরনদীতে এসে আবার পূর্নরায় ঢাকায় চলে যান। এছাড়াও মনগড়া ভাবে তার অনুসারি কতিপয় ভূইভোর কর্মীদের নিয়ে কমিটি গঠন করায় বিএনপির তৃনমূল বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার ওইসব কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সাথে যোগাযোগ করা হলে তিনি অবরুদ্ধর কথা অস্বীকার করে বলেন, দলীয় নেতা-কর্মীদের সাথে তার সাথে থাকা কর্মীদের ভুলবোঝাবুঝি হয়েছে।