অভিনেতাদের নিরাপত্তার জন্য পুলিশী পাহারার দরকার হয় না ॥ ঈদ উৎসবে মোশারফ করিম

তাদের দর্শকরাই যথেষ্ট, পুলিশী পাহারার দরকার হয় না। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ছোট পর্দার দর্শকদের ভালবাসা ও ভাললাগার কারনেই আমি আজকের মোশারফ করিম। যতদিন বেঁচে আছি দর্শকদের ভালবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। বর্তমানে দেশে ভালো ভালো নাটক ও ফিল্ম তৈরি হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। স্বাধীন বাংলার দর্শকরা যার যার বিবেকের কাছে প্রশ্ন করে বিদেশী ছবি পরিহার করে দেশী ছবি ও নাটককে গ্রহন করবে এটাই আমার দীর্ঘ বিশ্বাস। দর্শকদের চাহিদা মতো অভিনয় করে তাদের আনন্দ দেয়াটাই হচ্ছে আমার মূল লক্ষ।

সাংবাদিকদের সাথে মোশারফ করিম
নাটকে যেমন তার অভিনয় ঠিত তেমনি করেই উল্লেখিত কথাগুলো বলেছেন ছোট পর্দার বর্তমানে এক নাম্বার সুপার ষ্টার তারকা মোশারফ করিম। ঈদুল আযহা উদ্যাপন উপলক্ষে স্ব-পরিবারে তিনি এসেছিলেন জন্মভূমি বরিশালের গৌরনদীতে। ছোটবেলা থেকেই সাটামাটা জীবন যাপনে অভ্যস্ত ও সংস্কৃতিক মনা গৌরনদীর সবার প্রিয় শামীম (ছোট বেলার পারিবারিক নাম) আজ অগনিত দর্শকদের ভালবাসার মোশারফ করিম। তার সহধর্মীনি রোবেনা রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালের একজন মেধাবী ছাত্রী হলেও তার মাঝেও নেই কোন অহামিকার ছাঁপ। তিনিও তার জীবন সঙ্গীনি (স্বামী) জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের মতো সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। রোবেন রায়আন করিম নামের ৩ বছরের একটি পুত্র সন্তানকে নিয়েই মোশারফ করিম ও রোবেনা রেজার সুখের সংসার।
ঢাকার যানজট ও কোলাহল থেকে মুক্ত হয়ে এবার ঈদুল আযহা উদ্যাপনের জন্য স্ব-পরিবারে গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠীর বোরাদী গরঙ্গল গ্রামের বাড়িতে এসেছিলেন এ সুপার ষ্টার তারকা। ঈদের আগেরদিন ১৫ নবেম্বর সন্ধ্যায় মোশারফ করিম তার সহধর্মিনী রোবেনা রেজাকে নিয়ে শৈশবের আঁকাবাঁকা পথ দিয়ে এসেছিলেন গৌরনদী বাসষ্ট্যান্ডে। এ সময় নিজ এলাকার কৃতি সন্তান ও জনপ্রিয় টিভি তারকা মোশারফ করিমকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন তার অগনিত দর্শকেরা। কেউ তার সাথে ছবি তোলার জন্য আবার কেউবা তার মুখের একটু কথা শোনার জন্য ব্যাকুল হয়ে ওঠেন।

এক পর্যায়ে তিনি মিলিত হন গৌরনদীর সাংবাদিকদের সাথে। সে সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছোট পর্দার সুপার ষ্টার তারকা মোশারফ করিম গর্ব করে বলেন, অভিনেতা ও অভিনেত্রীদের গভীর রাতেও পথ চলতে পুলিশী পাহারার দরকার হয়না। নিরাপত্তার জন্য তাদের দর্শকরাই যথেষ্ট।