আগৈলঝাড়ায় বর্গা চাষীর দাপট

ভুক্তভুগীর লিখিত অভিযোগে জানাগেছে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মিঠু তালুকদার তার পৈত্রিক ওয়ারীশ সুত্রে প্রাপ্ত উত্তর শিহিপাশা মৌজার ৮৩১ খতিয়ানের ১৭৮৮ দাগের ৬৬ শতাংশ নাল জমির  মালিক । মিঠুর পিতা মৃত নজরুল ইসলাম একই গ্রামের মৃত আশুতোষ ফকিরের নিকট ঐ জমি বর্গা দেয়। আশুতোষ ফকির মারাগেলে তার পুত্র করিম ফকির, নিমাই ফকির ও তোরাবালী ফকির ঐ জমি বর্গা চাষ করে এবং দীর্ঘদিন  বর্গা চাষের সুযোগে-কৌশলে নিজেদের নামে কাগজপত্র তৈরী করে নেয়। মিঠু তালুকদার ও তার ওয়ারীশগন ঘটনা আচ করতে পেরে  বর্গাচাষী করিম ও তার ভাইদের কাছে বর্গা না দেওয়ার কথা বললে তারা নিজেদের জমি দাবী করে।  মিঠু তালুকদার তাদের এ দাবীর অনুকূলে কাগজপত্র দেখতে চাইলে কিছুই দেখাতে পারেনি, উল্টো মিঠুকে ভয়ভীতি দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। গত ২৭ নভেম্বর  মিঠুর সৃজিত পাকা আমনধান শ্রমিক নিয়ে কাটতে গেলে করিম ও তার ভাই বহিরাগত  লোক নিয়ে বাধা  দেয়। ভুক্তভোগী মিঠু সু-বিচার পেতে ইতিমধ্যেই উপজেলা ভুমি কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন যা বিচারাধীন রয়েছে।