জান দেব-তবু জমি দেব না

মোর ৮ সদস্যর পরিবারের খাবার জোগার করতে হয়। এই জমিটুকুর জন্য প্রয়োজনে জান দেব তবু মোর জান থাকতে এই জমিটুকু নেতে দেব না। আবেগআপ্লুত কন্ঠে কথাগুলো বলেছেন বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের কৃষক মোসলেম উদ্দিন ফকির (৭০)। একথা শুধু মোসলেম ফকিরেরই নয়। একই ভাবে জানালের ওই গ্রামের কৃষক জাহাঙ্গীল সরদার (৫৭), সিদ্দিক হাওলাদার (৬০), শাহজাহান হাওলাদার (৫৮), নেছার উদ্দিন আকন (৭০), হারুন সরদার (৪৫), রশিদ সরদার (৬৫), আব্দুল মজিদ সরদার (৬০)সহ অনেকেই।

গৌরনদী ভূমি অফিস সূত্রে জানা গেছে, শহরের ওপর চাপ কমাতে উপজেলা শহরের পাশ্ববর্তী এলাকায় ৫০ একর ভূমি অধিগ্রহনের জন্য অতিসম্প্রতি ভূমি মন্ত্রনালয় থেকে উপজেলা প্রসাশনকে নির্দেশ দেয়া হয়। মন্ত্রনালয়ের নির্দেশ পেয়ে উপজেলা প্রসাশন আশোকাঠীর হ্যালিপ্যাড সংলগ্ন এলাকায় ৪৪.৬০ একর সম্পত্তি অধিগ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে গত এক সপ্তাহ পূর্বে সুপারিশ পাঠিয়েছেন।

এ সংবাদ পেয়ে ওই এলাকার চাষীরা ক্ষোভে ফেঁটে পরেন। দু’ফসলী জমির অধিগ্রহনের সুপারিশের প্রতিবাদে গত শুক্রবার বিকেলে আশোকাঠী গ্রামের প্রায় পাঁচ শতাধিক কৃষক বিক্ষোভ মিছিল করে জমির পাশ্ববর্তী হ্যালিপ্যাড মাঠে প্রতিবাদ সমাবেশ করেছেন। আশোকাঠী গ্রামের কৃষক জাহাঙ্গীর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সিদ্দিক হাওলাদার, আব্দুল মজিদ সরদার, শাহজাহান হাওলাদার, জামাল হোসেন বাচ্চু, দেলোয়ার হোসেন সরদার প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর ঘোষনা অনুযায়ী কোন দু’ফসলী জমিকে সরকার আবাসন প্রকল্প নির্মানের জন্য অধিগ্রহন করবেন না। কৃষি মন্ত্রীর সে নির্দেশকে উপেক্ষা করে গৌরনদী উপজেলা প্রসাশনের কতিপয় লোকজন আশোকাঠী এলাকার পান বরজ, মৎস্য ঘের ও দু’ফসলী জমিকেই বেঁছে নিয়ে মন্ত্রনালয়ে সুপারিশ পাঠিয়েছেন। তারা (উপজেলা প্রসাশন) যে জমির সুপারিশ পাঠিয়েছেন সে সব দু’ফসলী জমির ওপরই আশোকাঠী গ্রামের পাঁচশতাধিক কৃষক পরিবারের জিবীকা নির্বাহ হচ্ছে। বক্তারা এ দু’ফসলী জমি অধিগ্রহন না করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কাছে জোড় দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মন্ত্রনালয়ে পাঠানো আশোকাঠী এলাকার ওই জমির ওপর কোন কৃষকের আপত্তি থাকলে সেটিকে বিবেচনা করা হবে।