দক্ষিনাঞ্চলের নদীপথ সচল রাখতে সকল ব্যবস্থা গ্রহন করা হবে: নৌ-মন্ত্রী

বরিশাল নদী বন্দরের আধুনিকায়নের কাজ শেষ হবে। ইতোমধ্যে প্রায় সত্তর ভাগ নির্মান কাজ শেষ হওয়ার দাবি করে মন্ত্রী আরো বলেন-দক্ষিনাঞ্চলের নদীপথ সচল রাখার জন্য মহাজোট সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করবে। শীঘ্রই বন্ধ হয়ে যাওয়া মেরিন ওয়ার্কসপটিও চালু করা হবে। ড্রেজার সংকটের কথা উল্লেখ করে নৌ-মন্ত্রী বলেন, যেকোন ব্যবস্থার মধ্যে দক্ষিনাঞ্চলের নদীপথ সচল রাখার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় বরিশাল নদীবন্দর পরিদর্শনকালে তিনি উল্লেখিত কথাগুলো বলেছেন।

এ সময় নৌ-পরিবহন মন্ত্রীর সাথে বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন, বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুচ, জেলা প্রশাসক এস.এম আরিফ-উর-রহমান, পুলিশ কমিশনার ডাঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন। পরবর্তীতে নৌ-পরিবহন মন্ত্রী বরিশাল ক্যাডেট কলেজের পুনমিলর্নী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।