বরিশাল বিএম কলেজে ছাত্রদলের মিছিল পন্ড

ছাত্রদলের বের করা মিছিল ছাত্রলীগের ধাওয়ার মুখে পন্ড হয়ে গেেেছ। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। ছাত্রদলের দাবি ছাত্রলীগ পরিকল্পিভাবে তাদের মিছিলে হামলা করে নেতা-কর্মীদের মারধর করেছে। ছাত্রলীগ এই দাবি অস্বীকার করে জানান, ছাত্রদল তাদের মিছিল দেখে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে।

বিএম কলেজ শাখা ছাত্রদল নেতা ফজলুল বারী চয়ন জানান, শনিবার অনার্স ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষ হওয়ার পর ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে একটি মিছিল বের করা হয়। এ সময় প্রথম গেট থেকে ছাত্রলীগ পৃথক ভাবে দু’গ্র“পে বিভক্ত হয়ে তাদের ধাওয়া করে। তখন মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা এলোপাথারিভাবে হামলা চালিয়ে তাদের ৫ জন নেতা-কর্মীকে আহত করে। বি.এম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাহিদ সেরনিয়াবাত ছাত্রদল নেতার এ দাবি প্রত্যাখান করে বলেন, ছাত্রদল বিগত দিনের মতো গতকাল শনিবার মিছিল বের করে। এ সময় আমাদের মিছিল দেখেই তারা ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। সেখানে হামলা কিংবা মারধরের কোন ঘটনা ঘটেনি।