আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা বিষয়ক বই প্রকাশ

মালোচনার মুখে পরেছেন বইয়ের লেখক মুক্তিযোদ্ধা কে এম শামসুর রহমান। গত ১৭ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান তার অফিস কক্ষে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এসময় গৈলা ইউনিয়ন প্রাক্তন চেয়ারম্যান গিয়াস উদ্দিন খান, সাংবাদিক সরদার হারুন রানা, মাহাবুবুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বইটিতে মুক্তিযুদ্ধকালীন আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর, কোটালীপাড়া উপজেলার স্মৃতি উল্লেখসহ মুক্তিযোদ্ধাদের নাম উল্লেখ করা হয়। বইয়ের ভেতরের প্রথম পাতায় স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা হয়েছে। তবে তৎকালীন বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, ভাষা সৈনিক গোলাম মাহবুব (ছরুকাজী), দক্ষিণাঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার আবুল হাসানাত আব্দুল্লাহ্, ডেপুটি কমান্ডার আইউব আলী মিয়া, শহীদ রকিব সেরনিয়াবাত, আব্দুর রহমান, বর্তমান সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস’র যুদ্ধ কালীন কোন স্মৃতি উল্লেখ না থাকায় তাৎক্ষনিক লেখকের সমালোচনা করেন প্রাক্তন চেয়ারম্যান গিয়াস উদ্দিন খানসহ উপস্থিত মুক্তিযোদ্ধারা। বইটিতে যাদের গুনকৃর্ত্তন করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন বির্তকিত ব্যক্তি রয়েছে। এ ব্যাপারে বইয়ের লেখক কে, এম শামসুর রহমান বলেন, এই বইটি তার লেখা প্রথম বই। পরবর্তী বইয়ের সংশোধনী আনা হবে।