বরিশালের ৫ পৌরসভায় ৭ বিদ্রোহী মেয়র প্রার্থী

প্রার্থী নিয়ে বিপাকে পড়েছেন আওয়ামীলীগ ও বিএনপি। এরমধ্যে আওয়ামীলীগের ৪ জন এবং বিএনপির ৩ জন প্রার্থী রয়েছে। একমধ্যে গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভায় দু’দলের কোন বিদ্রোহী প্রার্থী নেই। এছাড়া মুলাদীতে বিএনপির একজন, বানারীপাড়ায় আওয়ামীলীগের ৩ জন ও বিএনপির একজন এবং বাকেরগঞ্জে বিএনপির একজন ও আওয়ামীলীগের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে।

জেলার মাত্র ২টি পৌরসভায় মেয়র প্রার্থীর মনোনয়ন দিয়েছে জাতীয়পার্টি। এছাড়া বানারীপাড়ায় ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয়পার্টি ও জাসদ। জেলার কোন পৌরসভায় মেয়র পদে একক মনোনয়ন দেয়নি জামায়াত ইসলামী।

গৌরনদী পৌরসভায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম মনির মিয়া। গত ২২ ডিসেম্বর তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মেহেন্দিগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হচ্ছেন পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন হিমু এবং আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হলেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক কামাল উদ্দিন খান। মুলাদী পৌরসভায় আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শফিকুজ্জামান রুবেল এবং বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন জাতীয়পার্টি থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অর রশিদ। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদ মাহমুদ। জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শুক্কুর আহমেদ খান।

বানারীপাড়া পৌরসভায় আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লা এবং বিএনপির প্রার্থী হচ্ছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার। এখানে ওয়ার্কার্স পার্টির মনোনীত মেয়র প্রার্থী উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডুকে সমর্থন দিয়েছে মহাজোটভুক্ত জাতীয়পার্টি ও জাসদ। এছাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মাহমুদ হোসেন মাখন, আওয়ামীলীগ নেতা হারুন-অর রশিদ ও সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জালিস মাহমুদ আওয়ামীলীগের এবং মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন

বাকেরগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি বাকেরগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি লোকমান হোসেন ডাকুয়া এবং বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন পৌর বিএনপির সভাপতি মতিউর রহমান মোল্লা।

বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি এবং বরিশাল জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ জানান, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। কেন্দ্রীয় জামায়াতের সুরা সদস্য ও মহানগর জামায়াতের আমীর মুয়াযয্ম হোসাইন হেলাল জানান, জামায়াত কোথাও একক প্রার্থী দেয়নি। জামায়াত চারদলের সাথে আছে।