পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে প্রসাশনের সহযোগীতা কামনা

সম্পত্তি ফিরে পেতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত চেঙ্গুটিয়া গ্রামের সোনামদ্দিন সরদারের কন্যা চন্দ্র ভানু বেগম (৪৫)। দখল করে নেয়া সম্পত্তি উদ্ধারের জন্য মামলা দায়ের করে বিপাকে পরেছেন চন্দ্র ভানু। মামলা উত্তোলনের জন্য প্রভাবশালী প্রতিপক্ষের লোকজনে তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চন্দ্র ভানু বেগমের দেয়া অভিযোগে জানা গেছে, কাজীরগ্রাম সাজুরিয়া মৌজার বিভিন্ন দাগের তার পিতা সোনামদ্দিন সরদারের রেখে যাওয়া ২৬০ শতক সম্পত্তির  ওপর দীর্ঘদিন থেকে লোলুপ দৃষ্টি পরে চেঙ্গুটিয়া গ্রামের প্রভাবশালী হোসেন আলী, আলমগীর হোসেন, মজিদ তালুকদার, সুলতান সরদার ও রুস্তুম আলী সরদারের। সেমতে ভূয়া দলিলের মাধ্যমে প্রভাবশালীরা ওই সম্পত্তির মালিকানা দাবি করে। এরইমধ্যে মহাজোট সরকারের প্রথমার্ধে ওই প্রভাবশালীরা আংশিক সম্পত্তি দখল করে নেয়। পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে অসহায় চন্দ্র ভানু বেগম বরিশাল দেওয়ানী আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। অভিযোগে আরো জানা গেছে, বর্তমানে মামলাটি উত্তোলনের জন্য প্রভাবশালীরা চন্দ্রভানু বেগমকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করছেন। অসহায় চন্দ্র ভানু বেগম প্রভাবশালী দখলদারদের হাত থেকে তার পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।