আগৈলঝাড়ায় বিবাহ বার্ষিকীর পরির্বতে মৃত্যুবার্ষিকী পালিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড়মগরা গ্রামের রমেন সিকদারের বাড়িতে গতকাল সোমবার বিবাহ বার্ষিকীর পরিবর্তে মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে আগত লোকজনদের সকলেরই চোখে মুখে ছিলো আনন্দের পরিবর্তে অশ্র“সিক্ত।

জানা গেছে, গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের কন্যা বিউটির সাথে সামাজিক ভাবে ২০০৮ সালের ১৪ মার্চ আগৈলঝাড়ার বড়মগরা গ্রামর রমেশ শিকারীর পুত্র রমেন শিকারীর বিয়ের দিন তারিখ ধার্য হয়। বিয়ের অনুষ্ঠান শেষে ১৫ মার্চ ভোরে নববধূ নিয়ে নসিমনযোগে বরযাত্রীরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গৌরনদী উপজেলার মাহিলাড়ার বেজহার নামকস্থানে বরযাত্রীবাহি গাড়ি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ১২জন নিহত হয়। সৌভাগ্যক্রমে বর ও নববধূ প্রানে বেঁচে যায়। সেই ভয়াল ট্রাজেডির দ্বিতীয় বার্ষিকী স্মরনে বিবাহ বার্ষিকীর পরির্বতে গতকাল সোমবার বড়মগরা গ্রামের রমেন শিকদারের বাড়িতে পালিত হয়েছে মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নগরকীর্তন, গীতাপাঠ, প্রার্থনা, ধর্মীয় আলোচনাসহ মধাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।