১২৫ কেজি ওজনের বিষ্ণু মুর্তি উদ্ধার

পুকুর খননের সময় হাজার বছরের পুরনো বিশাল আকৃতির ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি পাওয়ার এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। গতকাল শুক্রবার দুপুরে মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে এক নজর মুর্তিটিকে দেখার জন্য গৌরনদী ও কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমায়। ঘটনাটি কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য সত্তার বেপারীর বাড়ির সন্নিকটের বাইতুন নূর জামে মসজিদের পুকুর খননের সময় শ্রমিকরা মুর্তিটি পান। খবর পেয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মেজবাহ উদ্দিন একদল পুলিশ নিয়ে বিষ্ণু মুর্তিটি উদ্ধার করেন। ওসি জানান, মুর্তিটির উচ্চতা ৪ ফুট ও দৈর্ঘ্য ২ ফুট। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কান্ত জানান, বিষ্ণু মুর্তিটি কষ্টি পাথরের। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।