সন্ত্রাসী রিপন বরিশালের সাম্যবাদী দলের যুগ্ন আহবায়ককে মারধর

করল চিহ্নিত সন্ত্রাসী এলবার্ট রিপন বল্লব। আজ রোববার দুপুরে নগরীর নাজির মহল্লায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশাল মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি(মাপসাস) কার্যালয়ে যান সাংবাদিক সুমন দাস। সংগঠনের আঞ্চলিক পরিচালক লীলা রানী দত্তের সঙ্গে সুমন কথা বলতে ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে মাপসাস কার্যালয়ে প্রবেশ করে সুমনকে কিল ঘুষি মারতে থাকে রিপন। এসময় লীলা রানী দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হন।

মাপসাসের আঞ্চলিক পরিচালক লীলা রানী দত্ত জানান সাংবাদিক ফিরোজ মোস্তফার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মাপসাস কর্তৃক মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ফিরোজ মোস্তফার পক্ষ হয়ে কেন মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি দিল এজন্য ক্ষিপ্ত হয়ে উঠে যুবদল নেতা এলবার্ট বল্লব রিপন। এরইধারাবাহিকতায় সুমনকে লাঞ্চিত করা হয়েছে। সুমন দাস জানান এলবার্ট বল্বব রিপন এলাকায় সন্ত্রাসী হিসাবে পরিচিত। তার বাড়ি নগরীর কলেজ এভিনিউ খ্রিষ্ট্রান কলোনীতে। এ ঘটনায় তিনি আইনগত পন্থায় এগুচ্ছেন বলে মন্তব্য করেন। এদিকে সাম্যবাদী দলের নেতা সাংবাদিক সুমন দাসকে মারধর করায় তীব্র নিন্দা ও সন্ত্রাসী রিপনের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন বিভিন্ন মহল।