বোস্টন বাংলা নিউজ ইন্টারনেট পত্রিকার যাত্রা শুরু

 পত্রিকা অবাধ ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশে ও বিদেশে জনগনের কল্যানে গুরুত্ব পূর্ণ অবদান রাখবে।

"জনগণের জীবনমানের উন্নয়নের জন্যই মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলেন।" দিন বদলের সনদে আগামী ২০২১ এ বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার জন্য তিনি নতুন নতুন ডিজিটাল পদ্ধতি উদ্ভাবন ও  ইলেকট্রনিক্স মিডিয়ার সর্বত্র ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রবাস থেকে প্রকাশ হলেও  এই মাধ্যম  দেশ ও জনগনের সেবায় অবদান রাখার একটি সুযোগ সৃষ্টি করলো। গত ১২ই জুন বস্টনে বোস্টন বাংলা নিউজ ডটকম নামক নিউ ইংল্যান্ড এর  প্রথম ও একমাত্র অনলাইন পত্রিকার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতি মন্ত্রী  এডভোকেট কামরুল ইসলাম  প্রধান  অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। পত্রিকার বস্টন বাংলা নিউজ সম্পাদক মন্ডলীর সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন  বস্টন বাংলা নিউজ ডটকম-এর  সম্পাদক সুহাস বড়ুয়া / মন্ত্রী বলেন বস্টনে বাংলাদেশের  অনেক গুনী জ্ঞানী ও সুশিক্ষিত ব্যক্তি রয়েছেন, যাঁরা এ পত্রিকায় লেখনীর মাধ্যমে ও গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে প্রবাসে থেকেও দেশ ও জনগনের কল্যানে  প্রশংসনীয় ভুমিকা রাখতে পারেন। তিনি পত্রিকার সম্পাদক মন্ডলীকে তাদের  উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং  কম্পিউটারে www.bostonbanglanews.com পত্রিকার শুভ উদ্বোধন ঘোষনা করেন।  বস্টন বাংলা নিউজ নিয়মিত প্রকাশের মাধ্যমে আগামী প্রজন্মের কাছেও ধারা বাহিক ভাবে পৌছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বংলাদেশী আমেরিকান এলায়েন্স এর সভাপতি ও আওয়ামী লীগ নেতা এম আব্দুস সালাম, বিশিস্ট মহাকাশ  বিজ্ঞানী ড: বামুন দাশ বসু, কবি বদিউজ্জামান নাসিম প্রমুখ। সম্পাদক মন্ডলীর সভাপতি ওসমান গনি বলেন, আমরা বস্টনের প্রতিটি খবর বস্তু নিষ্ঠ ভাবে পাঠকদের কাছে তুলে ধরতে চাই। আমরা ইয়েলো জানালিজমের বিরুদ্ধে এবং স্বাধীন, অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রবাহে বিশ্বাসী ।প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন সকলকে নিয়মিত বস্টন বাংলা নিউজ ডটকম পাঠ করার  জন্য অনুরোধ জানান এবং পাঠকদের মতামত ও বিজ্ঞাপন দিয়ে পত্রিকার পৃষ্ঠপোষকতা করার জন্য বিনীত আবেদন জানান। স্বাগত বক্তৃতায় সম্পাদক সুহাস বড়ুয়া বলেন,  বস্টন তথা নিউ ইংল্যান্ড এ  বাংলাদেশ কমিউনিটির দীর্ঘ দিনের চাহিদা একটি নিয়মিত বস্তু নিষ্ঠ সংবাদ মাধ্যম, বস্টনে অনেক ভাল ভাল কাজ হয়, অনেক মূল্যবান তথ্য কমিউনিটির কাছে সঠিক সময়ে পৌঁছে না , আমাদের নতুন প্রজন্ম আমাদের দেশ ও জাতি সম্পর্কে যাতে  যথার্থ ভাবে জানতে পারে তার চেষ্ঠা করছি আমরা। দেশের ও বিদেশের গুরুত্বপূর্ন খবর, তথ্য ও সামাজিক কার্যক্রম গুলি নিরপেক্ষ ভাবে বাংলা ও ইংরেজিতে এই ইন্টারনেট পত্রিকায় নিয়মিত পরিবেশন করার চেষ্টা করছি। বিশ্বজিত সাহা বস্টন ও নিউ ইংল্যান্ড  প্রবাসী বাংগালীদের, পত্রিকায় প্রকাশে ইচ্ছুক  যে কোন ধরনের  সামাজিক, সাংকৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানের  প্রেস রিলিজ ই-মেইলে বা যে কোন মাধ্যমে পত্রিকায়  পঠানোর জন্য কমিউনিটি সকলের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে বস্টনের প্রবাসী বাংগালী সমাজের বিশিস্ট পেশাজীবী, ব্যবসায়ী, সাহিত্যিক, সাংবাদিক, সঙ্গীত শিল্পীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহযোগী সম্পাদক নাসিম পারভীন আইন প্রতিমন্ত্রী, তার পরিবার ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ও পত্রিকার কল্যানে  সকলের সহযোগিতা কামনা করেন।

 
-বাপস নিউজ/ বিবিএন (বস্টন)