আগৈলঝাড়ায় ডাক্তারের সংবাদ সম্মেলন

সম্মেলনে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. রায় বলেন, আমাকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি আগৈলঝাড়ার সন্তান। এ এলাকার গরীব দুঃখী মানুষের মাঝে সেবা দেয়ার জন্য উপজেলা সদরে চেম্বার খুলে এখানে প্রতি সপ্তাহে গরীব দুঃখী মানুষের মাঝে বিনা অর্থে সেবা দিয়ে থাকি। কতিপয় অসাধু ব্যক্তি ঈর্শ্বানিত হয়ে আমার সুনাম ও ভাবমুর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে বিশেজ্ঞ ডাক্তারের কথাটি উল্লেখ করেন যা আদৌ আমার কোন সাইনবোর্ড বা ব্যাবস্থাপত্রে উল্লেখ নেই।

এ্যাপেনডিক্স অপারেশনের ৩ মাস পরে ব্যাথা হলে  হাসপাতালের আই সি ইউ, এইচ ডি ইউতে ভর্তি থাকে তাহালে ডাক্তারি ভাষায় বলা হয় জীবন মৃত্যুর লড়াই। কিন্তু আমার বিরুদ্ধে জবা ও পপির অপারেশনের ৭ মাস পরে সুস্থ্য অবস্থায় বাড়ি থাকার পরে যে অভিযোগ এনেছে তা অবান্তর। আর এক দল কুচক্রি মহল সাংবাদিকদের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে বানোয়াট কাল্পনিক মিথ্যা রিপোর্ট সংবাদপত্রে পরিবেশন করে প্রতিষ্ঠানের ভাব মুর্তি নষ্ট করা ছাড়া আর কিছু নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস, রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈসহ আগৈলঝাড়ার বিভিন্ন পেশা জীবির মানুষ উপস্থিত ছিলেন।