দূর্গাপাশায় ইউপি নির্বাচনের দাবীতে ফুঁসে উঠেছে জনতা

ফুঁসে উঠেছে জনতা। প্রায়ই নির্বাচনের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ-সমাবেশ-স্মারকলিপি প্রদান অব্যাহত রয়েছে। গত ৩১ মার্চ উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও দূর্গাপাশা ইউনিয়নে আজও নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এলাকাবাসীর মনে ক্ষোভ দানা বেধেঁছে। গতকাল ইউনিয়নের সেনেরহাট বাজারে নির্বাচনের দাবীতে মোঃ আবুল বাসার সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ-সমাবেশে বক্তরা বলেন, সীমানা নিয়ে যে আইনী জটিলতা ছিল তা ইতিমধ্যেই আদালতের মাধ্যমে মীমাংসা হলেও অদৃশ্য কারনে নির্বাচনী ঘোষণা হচ্ছে না। বক্তারা অনতিবিলম্বে দূর্গাপাশা ইউনিয়নে নির্বাচনী তফসিল ঘোষণার জোর দাবী জানান। অপরদিকে দূর্গাপাশা ইউনিয়নের নির্বাচন বাস্তবায়ন কমিটির সভাপতি যুবলীগ নেতা মোঃ আবুল বাসার সিকদার উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. ইসমাইল হোসেন হাওলাদারকে সাথে নিয়ে দ্রুত নির্বাচনের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় আ’লীগ সভাপতি এ্যাড. ইসমাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দূর্গাপাশায় নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন।

এ ব্যাপারে সংসদ সদস্য আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদারের সাথে আলাপকালে তিনি বলেন, দূর্গাপাশা ইউনিয়নে অতি শ্রীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যেই উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে চিঠি এলে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেই কেবল মাত্র আমরা নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। জেলা প্রশাসকের চিঠি আর নির্বাচন কমিশনের গেজেট কবে প্রকাশ হবে, আর কবেই বা নির্বাচন অনষ্ঠিত হবে এনিয়ে এলাকাবাসীর মনে দেখা দিয়েছে সংশয়।