নির্বাচনোত্তর সহিংসতা তদন্ত কমিশন গৌরনদীতে আসছেন আগামিকাল

২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনোত্তর সহিংসতা তদন্তে সরকারি ভাবে গঠিত তদন্ত কমিশন আগামিকাল সোমবার বরিশালের গৌরনদীতে আসছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত গৌরনদী উপজেলা পরিষদ ডাকবাংলোতে এ উপজেলার সংখ্যালঘু পরিবার ও আওয়ামীলীগ নেতা-কর্মীরা কমিশনের কাছে তাদের ওপর চারদলীয় জোট সরকারের ক্যাডারদের নির্যাতনের বর্ননা দেবেন। একইদিন বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কমিশন আগৈলঝাড়া উপজেলা পরিষদ ডাকবাংলোতে অনুরূপ নির্যাতিত নেতা-কর্মী ও সমর্থকদের কাছ থেকে অভিযোগ শুনবেন।

সূত্রে আরো জানা গেছে, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনোত্তর সহিংসতা তদন্তে সম্প্রতি সরকার একটি তদন্ত কমিশন গঠন করেন। ওই কমিটির চেয়ারম্যান সাবেক জেলা ও দায়রা জজ মোঃ শাহবুদ্দিন।