ছাত্রলীগের বরিশালের চুড়ান্ত কমিটি গঠন

যে কোন মুহুর্তে কমিটি ঘোষনা করতে পারেন কেন্দ্রীয় ছাত্রলীগ। একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। বরিশাল জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এমপি তালুকদার মোহাম্মাদ ইউনুছ জানান জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি চুড়ান্ত করা হয়েছে। এখন কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি ঘোষনা করবে।

সূত্র জানায়, ছাত্রলীগের মহানগর শাখার সভাপতি পদে রাখা হয়েছে জসিম উদ্দীনকে আর সম্পাদক পদে ওয়াসিম দেওয়ান। জেলা শাখার সভাপতি পদে সুমন সেরনিয়াবাদ এবং সম্পাদক পদে রাখা হয় আবদুর রাজ্জাককে। বুধবার কমিটির চুড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন সাবেক চীফ হুইফ বরিশাল জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ, বিসিসি মেয়র ও মহানগর আ’লীগের আহবায়ক শওকত হোসেন হিরন ও বরিশাল-১ আসনের আ’লীগ দলীয় এমপি তালুকদার মোহাম্মাদ ইউনুছ। কমিটি চুড়ান্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট পাঠানো হয়েছে। বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ চুড়ান্ত কমিটি’র কপি হাতে পেয়ে বৈঠকে বসেছে। এর আগে গত ২ জুলাই ও ৩ জুলাই কমিটি গঠনের প্রাক্কলে ছাত্রলীগের পদ প্রত্যাশীরা আ’লীগের দলীয় কার্যালয়ে বায়োডাটা জমা দেয়। ৪৮০ জনের বায়োডাটা জমা পড়ে। এরমধ্যে ১৬৯ জনের বায়োডাটা যাছাই বাছাইয়ে বাতিল করে দেয়া হয়।

এদিকে জেলা ও মহানগরে সভাপতি সম্পাদক পদে চুড়ান্ত করার খবর ছাত্রলীগের মাঝে ছড়িয়ে পড়লে পদ বঞ্চিতরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবী সংগঠনের দুর্দিনে সংগঠনের পাশে ছিলেন। সংগঠনের সকল কর্মসূচীতে অংশ গ্রহন ছিল বিদ্যামান। কিন্তু এরপরও সংগঠনে মূল্যায়ন করা হচ্ছে না। জেলা শাখার সভাপতি পদ প্রত্যাশী জোমাদ্দার বাবলু জানান সুমন সেরনিয়াবাদ সভাপতি হওয়ার অযোগ্য হলেও তাকে সভাপতি করা হয়েছে। ছাত্রনেতা জসিম উদ্দীন বলেন সভাপতি করার বিষয়টি শুনেছি  তবে এখন পর্যন্ত হাতে কোন কপি পাইনি।