আগৈলঝাড়ায় সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিলেন ছাত্রলীগ নেতা

ইউনিয়নের বাহাদুরপুর কাতরা বাড়ি থেকে সুভাষ ঘরামীর বাড়ি পর্যন্ত খাল পুণঃ খনন এর কাজ না করে ২ লাখ ৫০ হাজার টাকা কমিটির সদস্যদের না জানিয়ে বিল উত্তোলন করে আতœসাত করে ওই প্রকল্পের সিপিসি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীশ ভক্ত। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হলে শুক্রবার বিকেলে উপজেলা সদরের এক চায়ের দোকানে বসে আগৈলঝাড়ার সাংবাদিকদের এক হাত দেখে নেয়ার হুমকি দিলেন  সরকারী অর্থ আত্মসাৎকারী ওই নেতা জগদীশ ভক্ত। তিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় এক নেতা ও এবং ঢাকার এক সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন হুমকি ধামকী দিয়ে তাদের ধরে ঢাকায় নিয়ে ওই নেতাদের কাছে গিয়ে দেখিয়ে দেবেন বলে উত্তেজনা ছড়ান। হুমকি ধামকির এঘটনা সাংবাদিকরা জানতে পেরে জগদীশকে আজ শনিবার তার অভিযোগ সম্পর্কে প্রেস ক্লাবে আসার আহ্বান জানালেও তিনি আসেননি। ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জাঁল সার্টিফিকেট ব্যবসা, নারী ঘটিত কেলেংকারী ও দলীয় নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। আজ শনিবার আগৈলঝাড়া প্রেস ক্লাব এক সভা আহ্বান করে। এতে জগদীশ ভক্তের বিরুদ্ধে স্থানীয় সকল অভিযোগের সংবাদ প্রকাশের  সিদ্ধান্ত নেয়া হয়। তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তথ্য প্রদানকারীর নাম পরিচয় সম্পূর্ন গোপন রাখার শর্তে আগৈলঝাড়া প্রেস ক্লাব বরাবর অভিযোগ জানাতে অনুরোধ করা হল।