ভারি বর্ষণে আগৈলঝাড়ার বিভিন্ন সড়কের বেহাল দশা

সদরে সাথে পয়সারহাট বন্দরের যানবাহন চলাচল প্রায় বন্ধের পথে। এ সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে দুর্ঘটনা ঘটছে অহরহ। এছাড়াও উপজেলার ৫টি ইউনিয়নে বিভিন্ন সড়কে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। অবিরাম বর্ষণের কারনে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘœ ঘটছে। গৌরনদী- আগৈলঝাড়া-পয়সারহাট সড়কটি মহাসড়কে উন্নীত হলেও এর কাজ চলছে মন্থর গতিতে। এ সড়কে দুরপাল্লার বাস চলাচলের নির্দ্দিষ্ট রুট থাকলেও সড়কের বেহাল দশার কারনে বর্তমানে বাস চলাচল বন্ধ রয়েছে। রিক্সা, টেম্পু সহ ছোট-খাট যানবাহন চলাচল করলেও প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এদিকে উপজেলার সদর থেকে ২ কিলোমিটার দক্ষিনে কান্দিরপাড় ওয়াপদা সড়ক থেকে আস্কর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন প্রত্যন্ত অঞ্চলের ছোট যানবাহন চলাচল, স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ জনসাধারণ চলাচল করলেও রাস্তার ১ কিলোমিটার সড়ক কার্পেটিং ও হেরিংবন্ডের কাজ করলেও বাকী ২ কিলোমিটার কাঁচা সড়ক থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে কর্দমাক্ত হয়ে রিক্সা ভ্যান চলাচল সহ জনসাধারণের চলাচলের চরম সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। ওই ২ কি.মি. সড়কের জন্য ওই এলাকার জনগনকে ৮ কি.মি পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে আসতে হচ্ছে। ভুক্তভোগি জনগন শিঘ্রই সড়কটি পাকা করনের জোর দাবি জানিয়েছেন এলজিইডি বিভাগের কাছে। ওই সড়কগুলো দিয়ে যানবাহন সহ লোকজন চলাচল করতে পারছেনা। উপজেলার কাঁচা সড়কগুলোর আবস্থা আরও খারাপ। কাঁদার কারনে বিভিন্ন রাস্তায় মানুষের চলাচল প্রায় বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে এ সড়কগুলোর সংস্কার না করায় যানবাহন চলাচলসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে চরম বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। সংশি¬ষ্ট সূত্রমতে জানাগেছে, উপজেলার ৫টি ইউনিয়নের এ সড়কগুলো উপজেলা সদর-মাগুরা বাজার, পূর্ব বাকাল-পাকুরিতা, বেবী হোম-দাসের হাট ব্রিজ, নিমতলা-সেরাল, সেরালপশ্চিমপাড়া-বরিয়ালীমাদ্রাসা, দুশুমী-কাঠিরা, গৈলা বাজার-উত্তরশিহিপাশা-রাংতা, উত্তরশিহিপাশা-যবসেন, বরিয়ালী ওয়াপদা-সুন্দরগাঁও, মিশ্রীপাড়া-মোহনকাঠী-সাহেবেরহাট সড়কগুলো বিভিন্ন সময় উন্নয় মুলক কাজ হলেও তা নিম্ন মানের হওয়ার কারনে কয়েকদিনের মধ্যেই খানা-খন্দকের সৃষ্টি হয়। ফলে যানবাহন সহ সাধারণ লোকজনের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পয়সার হাট- গৌরনদী সড়কে ব্রাকের ভাঙ্গায় বিশাল গর্তের সৃষ্টি হয়ে যানচলাচলে ঝুঁকির সম্মুখিন হচ্ছে।এব্যাপারে থানা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, গ্রামীন রাস্তাগুলো এমপির কোটায়, প্রকল্প বাস্তবায়ন করার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। বরাদ্দ  এলেই বাস্তবায়ন করা হবে। পয়সার হাট- গৌরনদী সড়কে ব্রাকের সামনে ভাঙ্গা সড়ক আমাদের নয়, তা সড়ক ও জনপথ বিভাগের।