এমপি সরোয়ার বহিনীর হাতে থানা বিএনপির কর্মিদের মারধর ও ছিনতাই

করাকে পন্ড করে দিয়েছে সাংসদ সরোয়ার বাহিনী। বানরীপাড়া ও বাকেরগঞ্জ থেকে ছুটে আসা থানা বিএনপির এসব কর্মীদের নগরীতে প্রবেশ করতে দেয়া হয়নি। এ সময় সরোয়ার বাহিনী থানা বিএনপির নেতা-কর্মীদের মারধর করে তাদের মোবাইল ও নগদ টাকা পয়সা রেখে তাদের মারধর করে ফিরিয়ে দিয়েছে। জানাগেছে, রবিবার বিকেলে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালের সাথে থানা বিএনপির নেতৃবৃন্দদের বৈঠক হওয়ার কথা ছিল বিকেল ৫টার দিকে। এরই ধারাবাহিকতায় বানরীপাড়া থেকে আসা থানা বিএনপির সম্পাদক গোলাম মাহাবুব মাষ্টার পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান চৌদ্দার, সাধারন সম্পাদক রিয়াজ মৃধা একটি মাহিন্দ্র গাড়িতে গরিয়ার পার পৌছে। পথে গতিরোধ করে সরোয়ার বাহিনীর ক্যাডার গরিয়ার পার ৩০নং ওয়ার্ডের বিএনপির শ্রমিক দলের নূরু ও মুনসুরের নেতৃত্বে একদল বিএনপির কর্মী।

স্থানীয়রা জানায়, এমপি সরোয়ারের আস্থাভাজন বিএনপি ক্যাডার আলাউদ্দিন ও তার ভাই সহ একদল বিএনপি নেতা-কর্মী বিকেল সাড়ে ৪টার দিকে নূরু ও মুনসুরের বাড়িতে আশ্রয় নেয়। পরক্ষনেই তারা গড়িয়ারপার রাস্তায় এসে একটি মাহিন্দ্র গড়ির গতিরোধ করে। পৌর বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা জানান, এমপি সরোয়ারের ক্যাডার বাহিনী তাদের মারধর করে তাদের ৩টি মোবাইল সহ নগদ টাকা পয়সা জোর করে রেখে দিয়ে তাদেরকে চলে যাওয়ার হুমকি দেয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত গড়িয়ারপার এলাকায় অবস্থান করছিল। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল জানান, জেলা বিএনপির এটা ছিল প্রথম মিটিং। প্রতিপক্ষ প্রথম থেকেই আমাদের কর্মকান্ডে বাধা প্রদান করছে। আজ আবার তার নেতাকর্মীদের মারধর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা নেয়া হতে পারে বলে জানান তিনি।