বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজনীতিকদের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রেসিসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ, মহাসচিব জাহানারা বেগম, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীকসহ ৪ দলীয় জোটের বাংলাদেশ জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মওলানা মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামিম আল মামুন, ইসলামী ঐক্যজোট (একাংশ) মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক,  জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলাম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত আন্দোলনের আমীর শাহ আহমাদুল্লাহ আশরাফ, সাধারণ সম্পাদক মাওলানা জাফরুল্লাহ খান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, সাধারণ সম্পাদক আলমগীর মজুমদার, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলে নেতারা ইফতারে শরিক হন।

বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, এডভোকেট আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, মোরশেদ খান, আব্দুল আউয়াল মিন্টু, মীর মো. নাসির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম ইফতার মাহফিলে শরিক হন।

এর আগে গত মঙ্গলবার পবিত্র মাহে রমজানের প্রথমদিনে এতিম ও ওলামা মাশায়েখদের সঙ্গে ইস্কাটনের লেডিসক্লাবে ইফতার করেন খালেদা জিয়া।