গৌরনদীতে বিষপানে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক আত্মহত্যা

শনিবার বিকেলে বিষপানে এক মাদ্রাসা ছাত্র গুরুতর অসুস্থ্য হয়ে পরলে তাকে বরিশালের গৌরনদী হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাদ্রাসা ছাত্রকে মৃত্যু বলে ঘোষনা করেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার চরউত্তর ভূতেরদিয়া গ্রামের আবু তালেব মোল্লার পুত্র ও জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওসার মোল্লার ভাই রাসেল মোল্লা (১৯)। রাসেল চর হোগলপাতিয়া দাখিল মাদ্রাসার অস্টম শ্রেনীর ছাত্র। গতকাল শনিবার বিকেল তিনটার দিকে স্থানীয়রা জ্ঞানশূণ্য অবস্থায় রাসেলকে তাদের বাড়ির পাশ্ববর্তী স্থান থেকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেওয়ান আব্দুস সালাম জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রাসেল মারা যায়। মৃত অবস্থায় তাকে (রাসেলকে) হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিষপানে রাসেল মারা গেছে।

গৌরনদী থানার এস.আই মোঃ শাহজালাল খলিফা জানান, লাশের সুরাতাহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আজ রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হবে। প্রাথমিক ভাবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।