দক্ষিনাঞ্চলে সড়কের বেহালদশা সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

দীর্ঘ দিন ধরে সড়কে খানা খন্দকের সৃষ্টি হয়ে এবরো থেবড়ো হলেও এ যেন দেখার কেউ নেই। দক্ষিনাঞ্চলগামী সড়ক দিয়ে বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এজন্য সংস্কারের দাবীতে বরিশাল বাস মালিক সমিতির উদ্যোগে শুক্রবার বিকেলে এক সংবাদ সন্মেলন করা হয়েছে।
বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম। বক্তব্যে বলা হয়,চলতি বর্ষা মৌসূমের প্রবল বর্ষনের ফলে বরিশাল বিভাগে যান চলাচলের সবকটি রুটই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনগনের যাতায়াতে অর্বননীয় কষ্ট পোহাতে হচ্ছে। একই সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদেরও আর্থিক ক্ষতি হচ্ছে। রুটগুলোর মধ্যে রয়েছে বরিশাল থেকে ধামুড়া, কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী, বাউফল, পয়সারহাট, মুলাদী, কুয়াকাটা, চান্দুখালী, নিয়ামতি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া। এদিকে সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন বাস মালিক সমতির নেতা আবদুস সবুর মল্লিক,নারায়ন চন্দ্র দাস, কিশোর কুমার, হুমায়ুন কবির, শ্রমিক নেতা আজিজুর রহমান শাহিন ও আমিনুর রহমান।