সিএনজি অটোরিক্সার ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ও সিটি বাস চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

আলমগীর মানিক, রাঙামাটিঃ রাঙামাটি শহরে অটোরিক্সার ভাড়া জেলা প্রশাসক (ডিসি) নির্ধারণ করে দিলেও খুচরা টাকা নেই বলে প্রতিনিয়িত যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত ২-৫-১০ টাকা। সাধারণ স্থানীয় যাত্রী ছাড়াও নতুন পর্যটকদের কাছ থেকে আদায় করছে মোটা অংকের ভাড়া। এই নিয়ে প্রতিনিয়ত ঘটছে যাত্রী-চালকের মধ্যে হাতাহাতির মত অপ্রীতিকর ঘটনা। জেলা প্রশাসকের কথার তোয়াক্কা না করে কথায় কথায় ভাড়া বাড়াচ্ছেন চালকরা। দাবী আদায় না হওয়ায় কোন কর্মসূচি না দিয়ে হঠাৎ ধর্মঘটও দিচ্ছেন চালকরা। সাধারণ মানুষ অতিষ্ট  হয়ে গতকাল রবিবার সকাল ১০ টায় ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ও সিটি বাস চালুর দাবিতে রাঙামাটি-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মানববন্ধন করে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকরিপি দেন।