বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

উম্মে রুম্মান, বরিশাল ॥ বরিশালে কর্মরত পেশাদার সাংবাদিকদের মোবাইলে একের পর এক এসএমএস পাঠিয়ে অব্যাহত হত্যার হুমকিদাতাকে গ্রেফতারের দাবীতে আজ বুধবার বিশাল বরিশালে সাংবাদিকদের মানববন্ধনমানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বরিশাল প্রেসক্লাব আয়োজিত এ কর্মসূচীতে সরকারী দলীয় এমপি তালুকদার মোঃ ইউনুস ও বিরোধী দলীয় এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন সহ প্রায় সকল পেশার মানুষ অংশগ্রহণ করে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিটন বাশার।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে গডফাদারকে গ্রেফতারের দাবী জানান, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, আয়েশা তৌহিদ লুনা, কাউন্সিলর মর্তুজা আবেদীন, তৌহিদুল ইসলাম বাদশা, এটিএম শহিদুল্লা কবির,সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফা, আওয়ামী লীগ নেতা সৈয়দ আনিচুর রহমান, গোলাম মাসুদ বাবলু, বিএনপি'র শামিমা আকবর, আক্তারুজ্জামান শামীম, জাতীয় পার্টি(এ) মহসিন উল ইসলাম হাবুল, আলতাফ হোসেন ভাট্টি, অনলাইন গৌরনদী ডট কমের প্রকাশক ফাহিম মুরশেদ ও সম্পাদক খোকন আহম্মেদ হীরা, জাতীয় পার্টি (জেপি)সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও দক্ষিণাঞ্চলের গৌরনদী, মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ সহ বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত সিটি মেয়র শওকত হোসেন হিরন কর্মসূচী চলাকালে নেতৃবৃন্দের সেলফোনে ফোন করে সংহতি প্রকাশের কথা জানান। পরে মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার এমপি ঢাকা থেকে সেলফোনে ফোন করে সংহতি প্রকাশ করেন। মানববন্ধন কর্মসূচী শেষে র‌্যাব-৮’র কমান্ডিং অফিসার লে. কর্নেল মনিরুল হকের কাছে ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জিল্লুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ১১ মাস যাবত বরিশালে কর্মরত পেশাদার সাংবাদিকদের কাছে মোবাইল ফোনে বিভিন্ন এসএমএস পাঠিয়ে অশ্লীল তথ্য প্রদানের পাশাপাশি হত্যার হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় গত জুলাই মাস থেকে কোতয়ালী মডেল থানায় একাধিক জিডি করা হলেও এসএমএস প্রদানকারী গড ফাদারকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ফলে সাংবাদিকরা বাধ্য হয়েই রাজপথে আন্দোলনে নেমেছেন বলে প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল জানান। সম্প্রতিক সময়ে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা ঐ সংঘব্ধ চক্রের দুই সদস্যকে আটক করেছে।