পাঁচদিন পর শিশুটিকে পৌঁছে দেয়া হলো তার বাবা-মায়ের কাছে

নিজস্ব সংবাদদাতাঃ কুড়িয়ে পাওয়া শিশুকে নিজের বাড়িতে ৫ দিন রেখে ঠিকানা উদ্ধার করে আজ রবিবার তার বাড়ি পিরোজপুরে গিয়ে পিতা-মাতার কাছে পৌঁছে Osman Goniদিয়ে বিড়ল দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশালের গৌরনদীর এক ছাত্রলীগ নেতা।

জানা গেছে, পিরোজপুর সদর থানার দেবরকাঠী গ্রামের দিনমজুর আহছান খানের দশ বছরের শিশুপুত্র ওসমান গনি বাবা-মার সাথে অভিমান করে গত ৭দিন পূর্বে লঞ্চযোগে ঢাকায় যায়। ঢাকা থেকে পরিবহনযোগে পথভুলে গত ৫দিন পূর্বে (২৮ সেপ্টেম্বর) রাতে শিশুটি বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে আসে। ওইদিন রাত সাড়ে নয়টার দিকে শিশুটি গৌরনদীর ছাত্রলীগ কার্যালয়ের সম্মুখে বসে কান্নাকাটি জুড়ে দেয়। এসময় শিশুটির ওপর দৃষ্টি পরে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগ নেতা সুমন মাহমুদের। সে শিশুটিকে তার নিজের বাড়িতে নিয়ে গত ৫দিন রেখে ঠিকানা উদ্ধারের জন্য তৎপর হয়ে ওঠে। থানা পুলিশের সহযোগীতায় আজ রবিবার শিশুটির ঠিকানা উদ্ধার করে ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ পিরোজপুর সদর থানার দেবরকাঠী গ্রামে গিয়ে শিশুটিকে তার পিতা-মাতার কাছে পৌঁছে দেন।