গৌরনদীতে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন

নিজস্ব সংবাদদাতাঃ শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বরিশালের ডিআইজি, জেলা পুলিশ সুপার মঙ্গলবার গৌরনদীর বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেছেন। ওইদিন সন্ধ্যায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা মাহিলাড়ার ঐতিহ্যবাহী সরকার মঠ দূর্গা মন্দির প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়ের সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

মন্দির কমিটির সভাপতি সুধীর দাস বীর প্রতীক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের ডিআইজি ডা. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বক্তব্য রাখেন মনোরঞ্জন সিকদার, ক্ষিতিশ চন্দ্র দাস, রতন দাস, ইউপি সদস্য কামাল সরদার, হারুন-অর রশিদ, জালাল সরদার, ব্যবসায়ী হারুন সরদার প্রমুখ। এরপূর্বে ডিআইজি, জেলা পুলিশ সুপার ও তার সহধর্মীনি গৌরনদীর বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখায় স্থানীয় পুলিশ প্রসাশনের ওপর সন্তোষ প্রকাশ করেন।