নাসিক নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘন চলছে -ইসি সাখাওয়াত

খোন্দকার কাওছার হোসেন : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাখাওয়াত বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। অথচ এ নির্বাচনকে ঘিরে রাজনৈতিকদলগুলো প্রকাশ্যে প্রার্থী মনোনয়ন নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। পরিস্থিতি এভাবে চললে ইসি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরিস্থিতি ও পরিবেশ অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কিন্তু আগে থেকে অযাচিত কিছু করে ভোটারের মনে অহেতুক ভীতি ছড়ানো হবে না।
সাখাওয়াত বলেন, প্রশাসন এমন কিছু এখনো করেনি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া এ নির্বাচনে প্রশাসনের করার মতোও কিছু নেই। নতুন এ সিটি করপোরেশনের নির্বাচন সম্পূর্ণ নির্বাচন কমিশনের লোকবল দিয়ে পরিচালনা করা হবে। তারপরও প্রশাসনের কারো বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে তৎক্ষণিক  সিদ্ধান্ত নেয়া হবে।

সাখাওয়াত বলেন, আপাতত নির্বাচনকে সামনে রেখে র‌্যাব, পুলিশ, বিজিবি মোতায়েন থাকবে। তবে প্রয়োজন মনে করলে ইসি সেনা মোতায়েনও করতে পারে।

উল্লেখ্য, এ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে চারদিকে আলোচনা সমালোচনা চলছে। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত তার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। সম্ভাব্য দুই প্রার্থীকে সুযোগ সুবিধা দিয়ে আলোচনার টেবিলে এনে সমঝোতায় আসার চেষ্টা করছেন। এ সকল খবর মিডিয়ায় চলে আসায় নির্বাচন কমিশন বিব্রত হচ্ছে বলে কমিশন সূত্র জানায়।

সূত্র আরো জানায়, এ পরিস্থিতি সামাল দিতেই আজ মুখ খুলেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় নির্বাচনী আইন অনুযায়ী এ নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়। তাই এ নির্বাচনকে ঘিরে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলই প্রকাশ্যে প্রার্থী মনোনয়ন দিতে পারবে না।