২২ দিনেও শিক্ষক ফরিদ হত্যার আসামি গ্রেফতার না হওয়ায় ক্লাস বর্জনের কর্মসূচী

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ফরিদ জমাদ্দারকে (২৮) হত্যার ২২ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন কিংবা কাউকে গ্রেফতার করতে না পারায় শিক্ষকেরা পুর্নরায় আন্দোলনে নেমেছেন। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশে আগামি শনিবার থেকে তিনদিনের ক্লাস বর্জনসহ নতুন কর্মসূচী ঘোষনা করা হয়েছে। এ ঘোষনায় গৌরনদী উপজেলার ১২৪টি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থীর দু’বিষয়ের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে অভিভাবক ও শিক্ষার্থীরা মহাবিপাকে পরেছেন।

ফরিদ হত্যার বিচারের দাবিতে গঠিত সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের আহবায়ক টি.এম আলতাফ হোসেন জানান, গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ফরিদ জমাদ্দারকে হত্যার পর পরই ক্লাস বর্জনসহ লাগাতার আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হয়েছিলো। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের আশ্বাসে ক্লাস বর্জন কর্মসূচী স্থগিত করা হয়। দীর্ঘ ২২ দিনেও  খুনের রহস্য উদ্ঘাটন কিংবা খুনীদের চিহ্নিত করে গ্রেফতার করতে না পারায় সর্বস্তরের শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার থেকে আন্দোলনে নেমেছেন।

তারই ধারাবাহিকতায় ওইদিন বিকেলে বিক্ষোভ মিছিল বের করে গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের আহবায়ক টি.এম আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন  সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক এ.কে.এম মিজানুর রহমান, সদস্য মোঃ কুতুব উদ্দিন, এ.কে এম সফিকুল আলম বাবলু, মোঃ মুনসুর আহম্মেদ, শওকত হোসেন, আঃ সালাম,  সুদাম পাল, তাসলিমা বেগম, সেলিম আহম্মেদ, আশরাফ মাসুম, প্রদীপ দাস, অমূল্য রতন কর, হানিফ মোল্লা, নিহার পারভীন, আঃ রহিম, আশ্রাব মাহমুদ, শাহ জালাল জমাদ্দার, বি.এম ইউনুস আলী, গোলাম মস্তফা, বাদল চক্রবর্তী, প্রদীপ দাস, হোসনেয়ারা খানম, তাসলিমা বেগম, জেসমিন আক্তার প্রমূখ। সমাবেশে বক্তারা আগামি শনিবার থেকে তিন দিনের ক্লাস বর্জনের ঘোষনা দিয়েছেন।

ছাত্র অভিভাবক শরীফ মোঃ জামাল, সিরাজুল ইসলাম, আতাউর রহমানসহ অনেকেই বলেন, গত সোমবার থেকে ৫ম শ্রেনীর সমাপনী মডেল টেষ্ট পরীক্ষা শুরু হয়েছে। ইতিপূর্বে ৪টি বিষয়ে পরীক্ষা শেষ হলেও আগামি শনিবার সমাজ বিজ্ঞান ও রবিবার ধর্ম পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় শিক্ষকেরা ক্লাস বর্জন কর্মসূচী ঘোষনা দেয়ায় আমরা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছি। ফলে গৌরনদী উপজেলার ১২৪টি সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৩’শ ৩৩ জন পরীক্ষার্থীর দু’বিষয়ের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। মডেল টেষ্টের পরীক্ষা চলাকালীন সময় ক্লাস বর্জনের বিষয়ে জানতে চাইলে টি.এম আলতাফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সকল শিক্ষকদের সম্মতিক্রমেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর শিক্ষক ফরিদ জমাদ্দারকে স্কুলে যাওয়ার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে হত্যা করে।