গৌরনদীর ইয়াকিন শাহ্ পীরের মাজারহুমকির মুখে ॥ খাল দখল

নিজস্ব সংবাদদাতাঃ খাল দখলের কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হুমকির মুখে পরেছে বরিশালের গৌরনদী বন্দর সংলগ্ন পৌর এলাকা দক্ষিণ পালরদী মহল্লার হযরত ইয়াকিন শাহ্ (রঃ) পীরের মাজারটি। একই কারনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ওই মহল্লার বাসিন্দাদের।  

বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই মহল্লার কতিপয় প্রভাবশালীরা মাজারের পাশ্ববর্তী খালটি অবৈধভাবে দখল করে তার ওপর নির্মান করছেন ঘর-বাড়ি ও দালানকোঠা। জনগুরুপূর্ণ এ খালটি অবৈধভাবে দখল করার কারনে সম্পূর্ণরূপে পানি নিস্কাসন বন্ধ হয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পরেছেন ওই মহল্লার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই ওই মহল্লার বাসিন্দাদের ঘরবাড়ি তলিয়ে যায়। স্থায়ী জলাবদ্ধতার কারনে ইয়াকিন শাহ্’র মাজারের পেছনের দেয়ালের আস্তর খসে পরতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, মাজার সংলগ্ন খাল দখলের কারনে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ ব্যাপারে একাধিকবার উপজেলা ও পৌর প্রশাসনের কাছে অভিযোগ করেও সুফল মেলেনি। অতিসম্প্রতি ভুক্তভোগিদের অনুরোধে গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন সরেজমিন পরিদর্শন করে পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মান করে দেয়ার আশ্বাস দিয়েছেন। তবে অবৈধ খালদখলকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা না নেয়ায় ওই মহল্লাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।