বরিশালে দুর্নীতির প্রতিবাদে সচিবের সম্মুখে বিক্ষোভ

উম্মে রুম্মান, বরিশাল ॥ কাশিপুর দুগ্ধ গবাদী পশু উন্নয়ন খামারের কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিবের সামনে এলাকাবাসী ও ঠিকাদাররা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার সচিব উজ্জল বিকাশ দত্ত ও প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী খামার পরিদর্শনে গেলে তারা এ বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিক্ষোভকারীরা দুগ্ধ খামারের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক সমরেশ কুমার, হিসাব রক্ষক অক্ষয় কুমার, কর্মকর্তা মনরঞ্জন, ফোরকান রাঢ়ী, প্রবাল চন্দ্র রায় ও মনিরুজ্জামান মিয়ার অপসারন এবং দুর্নীতির তদন্ত দাবি করেন।

বিক্ষোভকারীরা জানান, সেখানকার কর্মকর্তারা খামারের হাঁস বিক্রি করে টাকা আত্মসাত করেছে। এছাড়া ছাগল ও গরু পালনের জন্য বরাদ্দ খাবারের অর্থও আত্মসাত করেছে। তারা অবিলম্বে এদের অপসারন দাবি করে।

এর পূর্বে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৫৫ প্রান্তিক নারী খামারীদের মাঝে গাভী বিতরণ করা হয়। ২০০৭ সালের সিডর বিধ্বস্ত পরিবার পুনর্বাসন প্রকল্পের আওতায় চরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব উজ্জল বিকাশ দত্ত। বিশেষ অতিথি ছিলেন এফএও’র বাংলাদেশ প্রধান ডোমিনিক বোর্জিও ও প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী। সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালক শুভ চন্দ্র সাহা।