আগৈলঝাড়ায় স্কুল শিক্ষিকা শারমিন স্মরণে শোক সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় নিহত স্কুল শিক্ষিকা শারমিনের স্মরণে তার নিজ কর্মস্থল পূর্ব সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোকসভা, দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে শোক সভায় শারমিনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, স্থানীয় মজিবুর রহমান চাঁন মিয়া, কবির হোসেন তালুকদার, শাহজাহান সরদার, শারমিনের সহকর্মী শিক্ষিকা নবমিতা মিস্ত্রী প্রমুখ। এসময় শারমিনের রুহের মাগফেরাত কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোক সভায় নিহত শারমিনের মা কামরুল নাহার রুমি, বাবা শাহজাহান সরদার, মামা মিল্টনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শোক সভায় বক্তারা শারমিন হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে বিচারের দাবি জানান। এসময় পূর্ব সুজনকাঠী মজিদ বাড়ি থেকে গুপ্তের হাট বাজার পর্যন্ত সড়কটি শারমিনের নামে নাম করণের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান। শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।