উজিরপুরের ১৬ বিএনপি নেতা-কর্মী বেখসুর খালাস

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর বিএনপির সাধারন সম্পাদক সহ ১৬ নেতাকর্মী মঙ্গলবার দ্রুত বিচার ট্রাইবুনাল আদালত থেকে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলায় বেকসু খালাস পেয়েছেন। বরিশাল দ্রুত বিচার ট্রাবুনালের বিচারক আবুল বাসার মিয়া এ রায় দেন। রায়ের সময় ১৪ জন আসামী উপস্থিত ছিলেন। গত বছর ৩০ নভেম্বর হরতালের সময় গুঠিয়া এলাকায় গাড়ি ভাংচুর অভিযোগে উজিরপুর থানার এস,আই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি’র সাধারণ সম্পাদক মন্নান মাষ্টারসহ ১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানী শেষে গতকাল এ রায় প্রদান করা হয়। খালাস পাওয়া আসামীরা হলেন হোসেন, রবিউল, শহীদ, সোহেল হাওলাদার, নেয়ামত সরদার, জসিম উদ্দিন, মনির, নান্নু হাওলাদার, কামাল, শহিদুল, ইকবাল, মিন্টু, মুর্তুজা ও অরেঞ্জ। আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড: সাখাওয়াত হোসেন জুম্মান, এ্যাড: হেমায়েত উদ্দিন ও এ্যাড: আসাদুজ্জামান বাদশা। সরকারি পক্ষের মামলার পরিচালনা করেন, এ্যাড: নাসির মাঝি।