বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জাল টাকা সনাক্তের মেশিন বিতরন

সাইদ মেমন, বরিশাল ॥ বাংলাদেশ ব্যাংক বরিশাল পুলিশকে ৫টি জাল নোট সনাক্তকরণ মেশিন সরবরাহ করেছে। জাল নোট সনাক্তকরণ ও প্রতিরোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ মেশিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার বিকেলে ব্যাংকের আঞ্চলিক ভারপ্রাপ্ত মহা-ব্যবস্থাপক প্রকাশ চন্দ্র ভদ্র বরিশাল রেঞ্জ পুলিশের  অতিরিক্ত উপ-মহা পরিদর্শক ভানুলাল দাসের কাছে এই মেশিন হস্তান্তর করেন।

এ সময় মেশিনের কার্যক্রম পদ্ধতি উপস্থিত সকলকে দেখানো হয়। সহজেই স্থানান্তর যোগ্য ছোট আকারের এ মেশিনে জালনোট রাখলেই মেশিনের ডিসপ্লেটি বেগুনি রশ্মি ধারন করছে। এছাড়াও জাল নোটের বিভিন্ন উপাত্ত সাথে সাথে সনাক্ত করবে মেশিন। পরে ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র ভদ্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন এডিশনাল ডিআইজি ভানুলাল দাস, বাংলাদেশ ব্যাংকের জিএম (ক্যাশ) হাবিবুর রহমান।

উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ ওবায়দুল হক, হাছান রেজাসহ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা জালনোট চক্রের হাত থেকে নিরীহ মানুষকে রক্ষায় এ মেশিন অনেক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পুলিশের পক্ষেও জালনোট উদ্ধারের সাথে সাথেই সনাক্ত করা সম্ভব হবে বলে উল্লেখ করেন বক্তারা। এছাড়াও দেশের অর্থনীতিতে এ মেশিন গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়।