মহা টেনশনে বরিশালের ৯০ পুলিশ অফিসার

শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ মহা টেনশনে দিন কাটাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের ৯০ অফিসার। পুলিশ হেড কোয়ার্টারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কোন আদেশ না পাওয়ার কারণে দায়িত্বরত এসব পুলিশ অফিসাররা তাকিয়ে আছেন ঢাকার দিকে।

জানা যায়, বিএমপি’র এএসআই থেকে এস আইতে পরীক্ষা দিয়ে ২৬ জনের মধ্যে কেবল মাত্র ২ জনের পদোন্নতি হয়েছে। বাকী ২৪ জনের বিষয়ে গতকাল মন্ত্রণালয়ে একটি সিদ্ধান্ত বৈঠক হয়েছে। এছাড়াও জেলা পুলিশের আট জন এএসআই পরীক্ষা দিয়ে পাশ করেছেন এবং পুলিশ কনস্টেবল পদ থেকে এএসআই পদে পরীক্ষা দিয়ে গত বছর  পাশ করেছেন বরিশালের ৬০ জন পুলিশ সদস্য। এর মধ্যে মাত্র দুই জন পুলিশের পদোন্নতি হয়েছে। বাকি সকল ৯০ জন পুলিশ অফিসারের পদোন্নতি গত ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত নানা জটিলতায় এখনও আটকে আছে।  সূত্র জানায়, সরকার সারাদেশে নতুন করে ৩২ হাজার পুলিশ নিয়োগ করার জন্য সিদ্ধান্ত নেয়। ২০১০ সালে ১৩ হাজার পুলিশ নিয়োগ করে। চলতি বছরে ১৫ হাজার ২’শ পুলিশে নিয়োগ হবে। এর মধ্যে মেরিন পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, শিল্প পুলিশ রয়েছে। 

বরিশালের জেলা ও বিএমপি পুলিশের পরীক্ষায় উত্তীর্ণ একাধিক পুলিশ অফিসারদের সাথে আলাপ করলে জানা যায়, ২০১০ সালের ডিসেম্বর মাসে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিছু কিছু সদস্যর ইতোমধ্যে পদোন্নতি হয়েছে। বাকি সদস্যদের প্রমোশন এখনও অপেক্ষামান। এ অপেক্ষার পালা কবে শেষ হবে এ নিয়ে প্রমোশন প্রত্যাশীরা এখন মহা টেনশনে দিন কাটাচেছ। দৈনন্দিন কাজ কর্মের মধ্যেও তারা ঢাকার খোঁজ নিচ্ছেন। এমনকি পরিবারের সদস্যরাও দিন গুনছেন কবে প্রমোশন হবে?